Headlines
Loading...
বর্ধমান পুরসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ

বর্ধমান পুরসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সুষ্ঠুভাবে পুরনির্বাচন পরিচালনা হবে কি হবে না তা নির্ভর করছে জেলা প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের উপর। আমরা আসন্ন পুর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন যাতে হয় সেব্যাপারে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। পাশপাশি মানুষ যাতে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা যেন সুনিশ্চিত করা হয় প্রশাসনের কাছে এই দাবিও রাখছি। রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতেই বৃহস্পতিবার বিকেলে বর্ধমান পুরসভার বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে এমনি মন্তব্য করলেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য অপূর্ব চ্যাটার্জি।


তিনি বলেন, 'গত ২০১৩ সালে তৃণমূল কংগ্রেস বর্ধমান পুরসভার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। স্বাভাবিকভাবেই বামফ্রন্ট সেই নির্বাচন থেকে সরে এসেছিল। এবার যাতে গতবারের পুনরাবৃত্তি না হয় তার জন্য ইতিমধ্যেই প্রশাসনের কাছে আবেদন রাখা হয়েছে। খুব শীঘ্রই পূর্ব বর্ধমান জেলার ৬টি পুরসভার বামফ্রন্টের প্রার্থীদের নিয়ে জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে দেখা করে পক্ষপাতহীন, সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হবে।


এদিন বর্ধমান পুরসভার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করে জেলা সিপিআইএম নেতা তাপস সরকার বলেন, এই নির্বাচনে সমাজের সব অংশের মানুষকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে মহিলাদের প্রার্থী করা হয়েছে। ৫০বছরের নিচে ২২জন প্রার্থী রয়েছেন এবারের পৌরসভা নির্বাচনে। ৩০বছরের নিচে রয়েছেন ৪জন। এছাড়াও নতুন পুরনো মুখের সমন্বয় রাখার চেষ্টা করা হয়েছে প্রার্থী তালিকায়। 


সেক্ষেত্রে ৬জন পুরনো প্রার্থী যেমন রয়েছেন, তেমনি মাত্র ২৬বছর বয়সী ছাত্র ও সমাজকর্মী অনির্বাণ রায়চৌধুরীর মতো যুব সমাজের প্রতিনিধিদেরকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাপস সরকার বলেন, ৩৫আসন বিশিষ্ট বর্ধমান পুরসভার বামফ্রন্টের এই প্রার্থী তালিকায় ২৯জন সিপিআইএম দলের প্রতিনিধি রয়েছেন। ৪জন অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক দলের এবং আরএসপি দলের ২জন প্রার্থী রয়েছেন। ৩নং ওয়ার্ডের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলেই এদিন সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয় বামফ্রন্টের পক্ষ থেকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});