Headlines
Loading...
গলসিতে দুর্ঘটনার কবলে সরকারি বাস, আহত একাধিক

গলসিতে দুর্ঘটনার কবলে সরকারি বাস, আহত একাধিক


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: গলসির গলিগ্রামের কাছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি যাত্রী বোঝাই বাস ধাক্কা মারলো একটি তেল ট্যাঙ্কারকে। ঘটনায় বাসের চালক আটকে পড়ে বাসের ভিতরেই। বাসের গতি বেশি থাকায় দুর্ঘটনার পর বাসের বেশ কয়েকজন যাত্রী সহ এক বাইক চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে ২নং জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিক থেকে বাঁকুড়া ডিপোর একটি সরকারি বাস দুর্গাপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। গলসির গলিগ্রামের কাছে একটি পেট্রোল পাম্পের উল্টোদিকে একটি তেল ট্যাংকার রাস্তার পাশে দাঁড়াতে  ব্রেক কষে। ওই সময় দ্রুতগামী বাসটি ডানদিকের ডাম্পের ধাক্কা মেরে গার্ড ওয়ালে তুলে দেয় ডাম্পারটিকে। তারপর বামদিকে এসে তেলের ট্যাংকারের পিছেন ধাক্কা মেরে আটকে যায়। ঘটনায় বাসের চালক ভিতরেই আটকে পড়ে। যদিও চালক সুস্থ আছেন বলেই জানা গেছে। স্থানীয় মানুষ এবং পুলিশের সহযোগিতায় চালক কে উদ্ধার করা হয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});