ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: রাজ্যে বাড়িয়ে দেওয়া হল কড়া বিধিনিষেধের সময়সীমা। ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার। আর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়সীমা নতুন করে বাড়িয়ে ১জুলাই পর্যন্ত বহাল থাকছে বলে ঘোষণা করেছেন। করোনা সংক্রমণ আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবু এখনও প্রতিদিন রাজ্যে ৪ হাজারের কাছাকাছি রয়েছে দৈনিক সংক্রমণ। আর এই সংক্রমণের হার কে আরো কমিয়ে আনার লক্ষ্যে ১৬জুন থেকে ১জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হল।
বিধিনিষেধের এই পর্বে আগামী ১৫ দিন ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস। অফিস খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। ২৫ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারে বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। তবে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা। নবান্ন থেকে জানালেন মুখ্যসচিব। এছাড়াও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অটো, টোটোয় যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। তবে বন্ধ থাকছে জিম, স্পা।
খুলছে শপিং মল। শপিং মলে ৩০ শতাংশ লোককে ঢুকতে দেওয়া যাবে। রেস্তরাঁ, বার, হোটেলে ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া যাবে। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মুদির দোকান ইত্যাদি। এ ছাড়া সকাল ১১টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত অন্য দোকান ও শপিং মল খোলা থাকবে। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, রেস্তরাঁ, পানশালা, হোটেল। জরুরি পরিষেবা ছাড়া বাড়ির বাইরে না বেরোতে পরামর্শ। এই পর্বেও আগের মতোই জারি থাকছে করোনা সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা।