Headlines
Loading...
শুরু হল বর্ধমানে নবান্ন উৎসব

শুরু হল বর্ধমানে নবান্ন উৎসব


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রবিবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে শুরু হল বর্ধমান জেলা সহ রাঢ়বঙ্গের নবান্ন উৎসব। সর্বমঙ্গলা মন্দিরের ট্রাষ্ট কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, এবছর করোনা পরিস্থিতির জন্য সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে তাঁরা যে নির্দেশিকা জারী করেছিলেন, এদিন নবান্ন উত্সবকে সামনে রেখে করোনা পরিস্থিতির সমস্তরকম নিয়ম মেনেই সর্বমঙ্গলা মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে।


 একইসঙ্গে এদিন প্রায় ৮০০ ভোগ বিতরণ করা হয়। যদিও করোনা পরিস্থিতির জন্য অন্যান্যবারের তুলনায় অনেকটাই কম করা হয়েছে। সঞ্জয়বাবু জানিয়েছেন, বর্ধমান তথা রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলাকে পুজো দিয়ে সারা বছরের কল্যাণ কামনা করেন সাধারণ মানুষ। নতুন ধানকে দেবীর কাছে অর্পণের মধ্য দিয়ে এই নবান্ন উত্সব শুরু হয়ে গেল। এরপর গোটা জেলায় বিভিন্ন দিনে এই নবান্ন উত্সব পালিত হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});