Headlines
Loading...
মন্তেশ্বরে ভেঙে পড়ল অশ্বত্থ গাছের ডাল, দুই মহিলা সহ এক ব্যক্তি গুরুতর আহত

মন্তেশ্বরে ভেঙে পড়ল অশ্বত্থ গাছের ডাল, দুই মহিলা সহ এক ব্যক্তি গুরুতর আহত


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আমফানের প্রভাব শুরুর আগেই পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে গাছের ডাল ভেঙে পড়ে আহত হলেন দুই মহিলা সহ এক ব্যক্তি। আহত তিনজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

জানা গেছে, বুধবার দুপুরে মন্তেশ্বর বাজার ঢোকার আগে হাসপাতাল ও বিডিও অফিস পেরিয়ে স্টেট ব্যাংকের কাছে একটি খাসির মাংসের দোকানের সামনে থাকা অশ্বত্থ গাছের ডাল ভেঙে পড়ায় তারক বাগ নামে ওই দোকানদার সহ দুজন মহিলা গুরুতর জখম হয়েছেন। যদিও যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় হওয়ার গতিবেগ তীব্র ছিলোনা বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের অনুমান, বহু পুরনো গাছ হওয়ায় কারণেই ভেঙে পড়েছে ডাল। 

অন্যদিকে, জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে জেলায় ক্ষয় ক্ষতির কোন খবর নেই। তবে সার্বিক পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হয়েছে। সমস্ত ধরণের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});