Headlines
Loading...
পূর্ব বর্ধমানে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করলো, গোটা জেলায় আক্রান্ত ২১জন

পূর্ব বর্ধমানে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করলো, গোটা জেলায় আক্রান্ত ২১জন


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী বুধবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়লো। শুধু বুধবারই জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৩ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১। এর মধ্যে এদিন সকালে জেলা প্রশাসনের সর্বময় কর্তা তথা জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছিলেন, জেলায় গত ২৪ ঘন্টায় ৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

আর এরপরই এদিন সন্ধ্যায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানিয়েছেন, শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত বুধবার জেলায় ২১ জনের করোনা পরীক্ষার নমুনা পজিটিভ এসেছে। এদের সকলেই পরিযায়ী। তবে বিস্তারিত আগামীকাল জানানো সম্ভব বলেও জানানো হয়েছে।

মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী ৮ জন আক্রান্তের পর বুধবার শুধু মঙ্গলকোট ব্লকে আক্রান্তের সংখ্যা ৫ জন। এছাড়া রায়না-২ ব্লক, কেতুগ্রাম, কালনা-১ ও ২ ব্লক, মেমারী ২ ব্লকে আক্রান্তের হদিস পাওয়া গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});