Headlines
Loading...
সুপ্রিম কোর্টের নির্দেশ -  বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দীদের প্যারোলে মুক্তি

সুপ্রিম কোর্টের নির্দেশ - বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দীদের প্যারোলে মুক্তি


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: করোনা উদ্ভুত পরিস্থিতিতে গোটা দেশের সঙ্গে পুর্ব বর্ধমান জেলা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এখনো পর্যন্ত মোট ৪৫ জনকে প্যারোলে মুক্তি দেওয়া হল। কেন্দ্রীয় সংশোধনাগারের ভারপ্রাপ্ত আধিকারিক আশীষ বণিক জানিয়েছেন, করোনা উদ্ভুত পরিস্থিতিতে যাতে জেল বা সংশোধনাগারের মধ্যে কোনোভাবেই রোগ সংক্রমিত হতে না পারে সেজন্য সুপ্রীম কোর্টের নির্দেশে বিভিন্ন জেলখানা বা সংশোধনাগার থেকেই বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে থেকে প্যারোলে মুক্তি দেবার কাজ শুরু হয়েছে। 

আশীষ বাবু জানিয়েছেন, সেই নির্দেশ মোতাবেক বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সুপ্রীম কোর্টের হাই পাওয়ার কমিটির  নির্দেশে এখনো পর্যন্ত মোট ১৭ জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এঁরা প্রত্যেকেই ন্যুনতম ৭ বছর পর্যন্ত জেল হতে পারে এমন বিচারাধীন বন্দি। এছাড়াও বর্ধমান আদালত থেকে এখনো পর্যন্ত মোট ৩০ জনকে প্যারোলে মুক্তি দেওয়া হলেও তার মধ্যে একজন নিজে থেকেই যেতে রাজি হননি এবং অপর একজন ভিন রাজ্যের হওয়ায় করোনার জেরে তাঁর যাওয়া আটকে গেছে। বাকি ২৮ জন প্যারোলে মুক্ত হয়েছেন। এই পরিসংখ্যায়ন প্রতিদিন পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে মোট ১১১৫ জন বন্দি রয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});