Headlines
Loading...
ফের বর্ধমান স্টেশনে দুন এক্সপ্রেস থেকে ৭৩টি জীবন্ত কচ্ছপ উদ্ধার, উঠছে প্রশ্ন

ফের বর্ধমান স্টেশনে দুন এক্সপ্রেস থেকে ৭৩টি জীবন্ত কচ্ছপ উদ্ধার, উঠছে প্রশ্ন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুত্রুবার ফের বর্ধমান স্টেশনের ৫নং প্লাটফর্মে ডাউন দুন এক্সপ্রেসের জেনারেল বগি থেকে জিআরপি উদ্ধার করল ৭৩টি কচ্ছপ। গ্রেফতার করা হয়েছে পাচারকারী এক মহিলাকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম পান্নি। বাড়ি উত্তরপ্রদেশের জগদিশপুর এলাকায়।


পুলিশ জানিয়েছে, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানোর সময় ডাউন দুন এক্সপ্রেসের জেনারেল বগি থেকে একটি পিঠ ব্যাগ সহ দুটি বস্তা ভর্তি মোট ৭৩টি কচ্ছপ বাজেয়াপ্ত করা হয়। তারমধ্যে দুটি বড় কচ্ছপ এবং ৭১টি ছোট কচ্ছপ ছিল। 

বনদপ্তরে কচ্ছপ উদ্ধারের খবর দেওয়া হলে সেখান থেকে কর্মীরা এসে কচ্ছপগুলোকে প্রথমে রমনাবাগান অভয়ারণ্যে নিয়ে যায়। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, কচ্ছপ গুলোকে নদী থেকে ধরা হয়েছিল বলেই প্রাথমিক অনুমান। তাই উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে খুব শীঘ্রই গঙ্গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। 

এদিকে বর্ধমান স্টেশনে এবং বিশেষত ডাউন দুন এক্সপ্রেসেই বারবার কচ্ছপ পাচার হওয়ার ঘটনা ঘটলেও কেন রেল প্রশাসন এই চোরাই কারবার বন্ধ করতে সক্রিয় হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});