Headlines
Loading...
এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আন্দোলনের পথে

এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আন্দোলনের পথে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরনের ঘোষনা করেছেন। আর সেই ঘোষণার পরেই প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়স্তরের গবেষকরা। 


এদিন গবেষকরা জানিয়েছেন, অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী করে দিলে বিশ্ববিদ্যালয়স্তরে গবেষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। স্থায়ীকরণের ফলে কলেজস্তরে চাকরীপ্রার্থীদের যে আসন থাকার কথা তা এক ধাক্কায় অনেকটায় কমে যাবে। তাছাড়া বিশ্ববিদ্যালয় স্তরে গবেষণা করার পরও দেখা যাবে তাদের থেকে কম মেধা সম্পন্নরা চাকরী পেয়ে যাবেন। এতে করে মেধার সঠিক মূল্যায়ন হবে না। ষোষিত স্থায়ীকরণের ফলে দেখা যাচ্ছে প্রায় ১৩০০০ আসন একধাক্কায় পূর্ণ হয়ে যাচ্ছে। যা প্রায় ৪ টে পরীক্ষার আসনের সমান বলে দাবী আন্দোলন রত গবেষকদের। এদিন গবেষকরা জানিয়েছেন, অবিলম্বে ঘোষণার পুনর্বিবেচনা করা না হল তাঁরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});