Headlines
Loading...
বর্ধমানের খাগড়াগড় মোড়ে ব্যাবসায়ির দোকান লক্ষ্য করে বোমা মেরে পলাতক দুষ্কৃতি, চাঞ্চল্য

বর্ধমানের খাগড়াগড় মোড়ে ব্যাবসায়ির দোকান লক্ষ্য করে বোমা মেরে পলাতক দুষ্কৃতি, চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ব্যাবসায়ি কে ফোন করে মোটা অংকের টাকা দাবী করে না পেয়ে ওই ব্যাবসায়ির দোকান লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালিয়ে গেল দুষ্কৃতি। আর এই ঘটনায় তীব্র আতংকের সৃষ্টি হল বর্ধমানের খাগড়াগড় মোড় এলাকায়। স্থানীও এলাকাবাসীরা জানিয়েছেন, যদিও বোমাটি না ফাটায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে এলাকার মানুষ সহ ব্যাবসায়িক প্রতিষ্ঠানটি। 

ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৮ টা নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বর্ধমান থানার পুলিশ। জল ঢেলে বোমাটিকে নিস্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায় তাঁরা। বৈদ্যুতিক সরঞ্জামের ওই প্রতিষ্ঠানের মালিক কাজল লায়েক রাতেই বর্ধমান থানার পুলিশ কে ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। অভিযুক্তের ফোন নম্বরও পুলিশ কে দিয়েছেন তিনি। আর এরপরেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।    
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});