Headlines
Loading...
বিজেপি ও সিপিএমের দুষ্কৃতিদের হাতে আক্রান্ত রায়না-২ এর তৃনমূল ব্লক সহ সভাপতি

বিজেপি ও সিপিএমের দুষ্কৃতিদের হাতে আক্রান্ত রায়না-২ এর তৃনমূল ব্লক সহ সভাপতি



.ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ভোটের গণনা পরবর্তী হিংসা অব্যাহত পূর্ব বর্ধমান জেলা জুড়ে। বুধবার মাধবডিহি থানার বড়বৈনান বাজারের পার্টি অফিস থেকে মিটিং সেরে বেরোনোর সময় বিজেপি ও সিপিএমের দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন রায়না-২ এর টিএমসির ব্লক সহ সভাপতি আনসার আলি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আনসার আলিকে ইট, লাঠি, রড দিয়ে আক্রমন করে দুষ্কৃতিরা। ঘটনায় মাথা ফেটে যায় আনসার আলির। এই ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে এলাকাজুড়ে। আনসার আলিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় তিনটি সেলাই হয়েছে বলে হাসপাতাল ও দলীয় সুত্রে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});