Headlines
Loading...
বর্ধমানে প্রচুর চোলাই মদের ভাটি ভাঙল পুলিশ ও আবগারি দপ্তর

বর্ধমানে প্রচুর চোলাই মদের ভাটি ভাঙল পুলিশ ও আবগারি দপ্তর


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ফের আবগারি দপ্তরের অভিযানে ভেঙ্গে দেওয়া হল বিস্তীর্ণ এলাকা জুড়ে চলতে থাকা চোলাই এর ভাঁটি। বৃহঃস্পতিবার বর্ধমান জেলা আবগারী সুপার তপন কুমার মাইতির নেতৃত্বে এক বিশেষ অভিযান চালানো হয় বর্ধমানের বিজয়রাম এলাকার একাধিক চোলাই ঘাঁটিতে। সঙ্গে ছিল বর্ধমান থানার পুলিশ ও মেমারি আবাগারি দপ্তরের আধিকারিকরা। এদিনের অভিযানে প্রায় ২২০০ লিটার চোলাই তৈরীর কাঁচামাল ও ২০০ লিটার চোলাই নষ্ট করা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় প্রায় ৩০ টি ভাঁটি। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৫০ টি হাঁড়ি সহ চোলাই তৈরির সামগ্রী। যদিও এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। দপ্তের সুত্রে জানা গেছে, রীতিমতো বাঙ্কার বানিয়ে মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছিলো চোলাই ও চোলাই তৈরীর উপকরণ গুলিকে।


আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি নদিয়ার শান্তিপুরের বিষমদ কাণ্ডের পর এই এলাকায় ব্যাপক অভিজান চালানো হয়েছিলো। তারপর বেশ কিছুদিন এই কারবার বন্ধও ছিল। কিন্তু ফের নতুন করে চোলাইয়ের কারবার শুরু করার প্রক্রিয়া শুরু হবার খবরের ভিত্তিতে এদিন অভিযান চালানো হয়। তিনি জানান, বিজয়রাম, কুঁড়েপাড়া, কেশরাপাড়া এলাকায় এদিন অভিযান চালানো হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});