Headlines
Loading...
সম্ভাব্য আগামী ১৫ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে

সম্ভাব্য আগামী ১৫ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে



ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ ২০১৯ সালের ৩ জুন শেষ হচ্ছে বর্তমান লোকসভার মেয়াদ। আর তার আগেই শেষ করতে হবে চলতি বছরেরে কেন্দ্র সরকার গঠন সম্পর্কিত নির্বাচন প্রক্রিয়ার যাবতীয় কাজ। তারই প্রস্তুতি হিসাবে শনিবার বৈঠক করল নির্বাচন কমিশন ৷ বৈঠকের নেতৃত্বে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছে চলতি মাসের যে কোনও দিনই লোকসভা ভোটের তারিখ ঘোষণা হতে পারে। সূত্রের খবর, সম্ভাব্য আগামী ১৫ মার্চ, শুক্রবার ভোটের তারিখ ঘোষণা হতে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে মোট সাত দফায় ভোট হতে পারে। আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক আছে বলেও জানা গিয়েছে। 

উল্লেখ্য,সবকটি রাজ্যের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই এদিন বৈঠক ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রক সেই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের আগেই সেই রিপোর্ট পাওয়ার কথা ৷ আর তারপরই চূড়ান্ত বৈঠক করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, লোকসভা নির্বাচনের সঙ্গেই হতে পারে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম ও ওডিশা বিধানসভার নির্বাচন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});