Headlines
Loading...
শহীদদের সম্মান জানাতে উৎপাদিত পন্যের লভ্যাংশ কাশ্মীর পাঠাল প্রতিবন্ধীরা

শহীদদের সম্মান জানাতে উৎপাদিত পন্যের লভ্যাংশ কাশ্মীর পাঠাল প্রতিবন্ধীরা


ফোকাস বেঙ্গল ডেস্ক,নদিয়াঃ  বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষ একত্রিত হয়ে আর পাঁচ জন সাধারণ মানুষের মতো দেশের জন্য প্রাণ দেওয়া ৪৯ জন বীর শহীদদের সম্মান জানালো মোমবাতি মিছিলের আয়োজন করে।কিন্তু এই মানুষগুলো উপলব্ধি করে যে, ১০০ মোমবাতির দাম ৫০০ টাকা। সেই টাকাটাও যদি পৌঁছে দেওয়া যায় তাদেরই পরিবারবর্গের হাতে, হয়তো সর্বস্বান্ত পরিবারটির কোন না কোন কাজে লাগতে পারে। কারো কাছে অর্থ সাহায্য চেয়ে নয়,নদীয়া জেলা অখিল ভারত প্রতিবন্ধী কল্যাণ সমিতির উৎপাদিত পণ্য, মাশরুম, ডালের বড়ি, পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ বিক্রির চার দিনের লভ্যাংশ একত্রিত করে ১১৭০ টাকা এই মানুষগুলো দান করল ইন্ডিয়ান আর্মি ওয়েল ফেয়ার সোসাইটির তহবিলে। নদিয়া জেলা অখিল ভারত প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মলয় দে জানিয়েছেন, সাধারন মানুষদের মতোই এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দেশের জন্য এই উপলব্ধি সত্যি অবাক করার মতো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});