Headlines
Loading...
গোতান রামকৃষ্ণ সারদামনি আশ্রমের ২০ তম বাৎসরিক উৎসব উদযাপিত

গোতান রামকৃষ্ণ সারদামনি আশ্রমের ২০ তম বাৎসরিক উৎসব উদযাপিত



সন্তু দত্ত,রায়নাঃ পূর্ব বর্ধমান রায়না ২ ব্লকের গোতান রামকৃষ্ণ সারদামনি আশ্রমের উদ্যোগে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৪ তম,মা সারদা দেবীর ১৬৬তম ও স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মোৎসব পালন ও আশ্রমের ২০ তম বাৎসরিক উৎসব উদযাপিত হল। এই উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৫০ জন ব্যাক্তি রক্তদান এই শিবিরে রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এর হাতে তুলে দেওয়া হয়। এছাড়া কোলকাতা গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সহযোগীতা করেন গোতান আচার্য সুকুমার সেন কলেজের ছাত্রছাত্রী বৃন্দ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোতান কলেজের অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুমার মুখার্জী, কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক ডঃ তুষার কান্তি পাল,কলেজের অতিথি অধ্যাপক মতিয়ার রহমান চৌধুরী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সর্বপ্রেমানন্দ মহারাজ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। এছাড়া একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});