Headlines
Loading...
এবার পথশিশুদের ক্রিকেট বিশ্বকাপ, ভারতীয় দলের ব্র‌্যান্ড অ‌্যাম্বাসাডর হলেন সৌরভ

এবার পথশিশুদের ক্রিকেট বিশ্বকাপ, ভারতীয় দলের ব্র‌্যান্ড অ‌্যাম্বাসাডর হলেন সৌরভ


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ অশান্তির আবহের মধ্যেই পথশিশুদের নিয়ে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের ব্র‌্যান্ড অ‌্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সালের মে মাসে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগেই আয়োজিত হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের পথশিশুদের নিয়ে হওয়া এই বিশ্বকাপের ফাইনাল ম‌্যাচটি হবে ঐতিহ‌্যবাহী লর্ডসে। পথশিশুদের এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‍‘রাস্তা থেকে লর্ডস পর্যন্ত’ (ফ্রম দ‌্য স্ট্রিটস টু লর্ডস)। 

এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহারাজ বলেন, ‍‘‍পথশিশুদের ক্রিকেট বিশ্বকাপে ভারতের ব্র‌্যান্ড অ‌্যাম্বাসাডর হয়ে খুব সম্মানিত বোধ করছি। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, খেলাধুলোর মধ‌্যে অদ্ভুত এক শক্তি রয়েছে। যা দেশের লুকানো প্রতিভাকে তুলে আনতে এবং নিজেকে উদ্বুদ্ধ করতে সাহায‌্য করে। এই উদ‌্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি ঐতিহ‌্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলার জন‌্য এই ছেলেরা তৈরি।'  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});