Headlines
Loading...
মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার পথে বাইক থেকে পরে গুরুতর জখম দুই ছাত্রী

মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার পথে বাইক থেকে পরে গুরুতর জখম দুই ছাত্রী


ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়নাঃ শুক্রবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল দুই পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রায়না থানার শুকুর এলাকায়। আহত দুই ছাত্রীর নাম বৈশাখী ক্ষেত্রপাল এবং শিল্পা ক্ষেত্রপাল। তাদের বাড়ি রায়নার তেয়াণ্ডুলে। এরা রায়নার বোড়োবলরাম হাইস্কুলের ছাত্রী। তাদের সিট পড়েছে স্বামী ভোলানন্দ হাইস্কুলে। এদিন সকালে মোটরবাইকে পরীক্ষাকেন্দ্রে যাবার পথে শুকুর এলাকায় মোটরবাইক থেকে তারা পড়ে গিয়ে গুরুতর জখম হয়। তাদের স্থানীয় রায়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই তারা এদিন ইতিহাস পরীক্ষা দেয়। অন্যদিকে,খণ্ডঘোষের আরও এক পরীক্ষার্থী আচমকাই অসুস্থ হয়ে পড়ে। খণ্ডঘোষের কামালপুরের বাসিন্দা এবং মাছখান্দা হাইস্কুলের ছাত্রী নুর বাহার খাতুনের সিট পড়েছিল বর্ধমানের তেজগঞ্জ হাইস্কুলে। এদিন পরীক্ষা দেওয়ার সময় সে অসুস্থ হয়ে পড়ে। মেডিকেল টিম গিয়ে তাকে চিকিৎসা করলেও কোন লাভ না হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই জরুরি বিভাগে তাকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছে। এদিন সে পরীক্ষা দিতে পারেনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});