Headlines
Loading...
ভারত ও ইউরোপের একযোগে কাজ করার বার্তা রাষ্ট্রদূত কোজলোস্কির

ভারত ও ইউরোপের একযোগে কাজ করার বার্তা রাষ্ট্রদূত কোজলোস্কির


ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনায় পৃথিবীর সর্বত্র নিন্দা ছড়িয়েছে। এবার এই প্রসঙ্গে তীব্র নিন্দা করলেন ইউরোপিয়ান ইউনিয়ানের রাষ্ট্রদূত তোমাসজ কোজলোস্কি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইঅইএমসি যৌথ উদ্যোগে শুক্রবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, জঙ্গি হানার ঘটনা সর্বস্তরে ধিক্কার জানানো উচিত। জঙ্গি হানার মূল শিকর বিশ্ব থেকে উপরে ফেলা উচিত। এই ঘটনার নিন্দা করে রাষ্ট্রদূতের পক্ষ থেকে কাপুরুষোচিত ঘটনা বলেও উল্লেখ করা হয়। জৈশ ই মহম্মদের মত সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে কঠোর হাতে দমন করতে হবে বলেও ব্যাখা করেন।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});