Headlines
Loading...
বাড়ির সামনে মাটি ফেলে রাস্তা বন্ধের ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ ৯০ বছরের বৃদ্ধা

বাড়ির সামনে মাটি ফেলে রাস্তা বন্ধের ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ ৯০ বছরের বৃদ্ধা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাড়ির সামনে ফাঁকা জায়গায় ইচ্ছাকৃতভাবে মাটি ফেলে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে তাই জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন নব্বই বছরের বৃদ্ধা নইমা বিবি। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, খণ্ডঘোষ থানার খেজুরহাটি এলাকায় তিনি তাঁর ছেলেদের নিয়ে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন। তাঁর বাড়ির সামনে রয়েছে তাঁদেরই একটি ফাঁকা জায়গা। সম্প্রতি সেই ফাঁকা জায়গায় জনৈক মোল্লা গিয়াসুদ্দিন এবং মোল্লা হাবিবর রহমান ওরফে কালো মোল্লা বলপূর্বক মাটি ফেলে দেন।

নইমা বিবি অভিযোগ করেছেন, এর ফলে তাঁরা বাড়ি থেকে স্বাভাবিক ভাবে বার হতে পারছেন না, এমনকি তাঁর ছেলেদের যে ব্যবসা ও দোকান রয়েছে তাও তাঁরা স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারছেন না। চিকিৎসার প্রয়োজনে প্রায়ই তাঁকে বর্ধমান যেতে হয়, কিন্তু বাড়ির সামনে মাটি ফেলে যাতায়াতের পথ আটকে রাখায় সমুহ সমস্যা তৈরি হয়েছে। এব্যাপারে খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর খণ্ডঘোষ থানার পুলিশ ওই মাটি সরিয়ে নেবার নির্দেশও দেন। কিন্তু নইমা বিবির অভিযোগ, এখনও সেই মাটি সরানো হয়নি। উল্টে তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।তাঁর অভিযোগ, জমির পরিমান ইতিমধ্যেই সরকারি ভাবে মাপযোগ করে দেওয়া হয়েছে। এরপরেও নতুন করে বেসরকারি ভাবে মাপযোগ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এব্যাপারে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন বাগের কাছে অভিযোগ করলে তিনিও দ্রুত ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিলেও তাও পালিত হয়নি। নইমা বিবি জানিয়েছেন, বাধ্য হয়েই তাই তিনি জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। যদিও এব্যাপারে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});