Headlines
Loading...
শিশু বদলের অভিযোগকে ঘিরে বর্ধমান হাসপাতালে চাঞ্চল্য

শিশু বদলের অভিযোগকে ঘিরে বর্ধমান হাসপাতালে চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ফের শিশুবদলের অভিযোগ কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পূর্বস্থলীর মেড়তলার বাসিন্দা বিশ্বজিত সূত্রধর জানিয়েছেন, গত মঙ্গলবার প্রসব যন্ত্রণা নিয়ে তিনি তাঁর স্ত্রী ঝুম্পা সূত্রধরকে সকাল ১০ টা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাত্রি ১০ টা ৩০ নাগাদ তিনি সন্তান প্রসব করেন। বিশ্বজিতবাবু দাবী করেছেন, সিজার করে ঝুম্পাদেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং কর্মরত নার্সরা ঝুম্পাদেবীকে তাঁর পুত্র সন্তান দেখিয়েও নিয়ে যান। কিন্তু আধঘন্টা পর ফের নার্সরা এসে জানান, পুত্র নয়,কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। এরপর প্রথমে দেওয়া পুত্র সন্তানকে নিয়ে চলে গিয়ে পরিবর্তে ঝুম্পাদেবীকে কন্যা সন্তান দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল সুপারের কাছে শিশু বদলের লিখিত অভিযোগ জানিয়েছেন বিশ্বজিত সূত্রধর। প্রয়োজনে তিনি ডিএনএ টেস্টেরও দাবি জানিয়েছেন।

এই ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, প্রসবের পর মায়ের সঙ্গে শিশুর একটা নম্বর থাকে। সেই নম্বর না মিলিয়ে শিশু দেওয়াতেই বিপত্তি। কিছু সময় পর সেই ভুল ধরা পড়ে। গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, এব্যাপারে তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
                                                                                                                             ছবি - ফাইল
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});