Headlines
Loading...
বর্ধমানে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা

বর্ধমানে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ নীরোগ ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে ১১জানুয়ারি শুক্রবার বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে এবং নর্থ কলকাতা যোগা কালচার এন্ড মেডিটেশন এর সহযোগিতায় বর্ধমান রবীন্দ্রভবনে শুরু হল দুদিন ব্যাপী সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা। বর্ধমান রবীন্দ্রভবনে প্রতিযোগতার আনুষ্ঠানিক সূচনা করেন বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ ডঃ নিরঞ্জন মন্ডল। বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে জানিয়েছেন সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য।

প্রতিযোগিতার ব্যবস্থাপনায় থাকা ভিয়েতনামের হোচিমিন সিটি থেকে আগত সৌমেন দাস জানিয়েছেন, শরীর একটা মন্দির। তাকে সাফ সুতরো রাখা প্রয়োজন। আর তার জন্যই প্রয়োজন প্রতিদিন শরীরচর্চা করা। তিনি জানিয়েছেন, শরীর চর্চায় যেমন মনোযোগী হয়ে ওঠা যায়, তেমনি বহু রোগকে প্রতিহত করা যায়। বর্ধমানে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন পূর্ব বর্ধমানের ওসি সাইবার সেল স্নেহাশিষ চৌধুরী সাইবার ক্রাইম সংক্রান্ত একটি সচেতনতা মূলক প্রদর্শনীও পরিবেশন করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});