Headlines
Loading...
পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে ট্রাফিক সচেতনতা শিবির

পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে ট্রাফিক সচেতনতা শিবির



ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ  চলছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ। তারই মধ্যে পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে রবিবার ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পাল্লারোড -বড়শুল রাস্তায়। এতদিন শুধু হেলমেট বা সিট বেল্ট পরার জন্য সচেতন করা হতো চালকদের, এদিন দু চাকা বা চার চাকা গাড়ী চালাবার জন্য প্রয়োজনীয় লাইসেন্স আছে কিনা তাও জানতে চাওয়া হল চালকদের কাছে। লাইসেন্স না থাকলে সঙ্গে সঙ্গে অনলাইনে লাইসেন্স এর আবেদন করে দেওয়া হল। যাতে ভবিষ্যতে প্রয়োজনীয় সরকারি নিয়ম পেরিয়ে লাইসেন্স হাতে পেতে পারেন গাড়ী চালকরা। 

মেমারি থানার আধিকারিক নারুগোপাল বাবুর হাত দিয়ে অনলাইন আবেদনের প্রাপ্তি স্বীকারপত্র তুলে দেওয়া হল বাইক বা চার চাকার চালকদের হাতে। উদ্যক্তারা জানিয়েছেন, অনেক সময় দেখা যায় গাড়ী চালাতে জানলেও নানা কারণে ড্রাইভিং লাইসেন্স করায় না অনেকে, যাতে নিয়ম মেনে সকলে গাড়ী চালায় এবং পথে কোনরকম হয়রানির শিকার না হয় তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ লাইসেন্স এর আবেদন করে দেওয়ার ব্যাবস্থা নেওয়া হয়েছে। রবিবার মোট ৫৭জন চালক এই শিবির থেকে ড্রাইভিং লাইসেন্স এর অনলাইন আবেদন করেন। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});