Headlines
Loading...
শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল

শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল



সন্তু দত্ত,রায়নাঃ শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার শেষ হল। ২১ ও ২২ জানুয়ারি শ্যামসুন্দর কলেজ মাঠে হল এই প্রতিযোগিতা। প্রায় ৬০০ জন প্রতিযোগী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। চারটি বিভাগে মোট ইভেন্ট ছিল ৪২ টি। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়না ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না সামন্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গন, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াপ্রেমী উৎপল রায়, শ্যামসুন্দর কলেজের শারীর শিক্ষার অধ্যাপক মানস কাপাসি সহ শ্যামসুন্দর অঞ্চলের অন্যান্য ক্রীড়াব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ কুমার তা সহ প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ। 

সমগ্র অনুষ্ঠানটি সুদক্ষ ভাবে পরিচালনা করেন বিদ্যালয় এর শারীর শিক্ষক তথা ক্রীড়া সংগঠক সুরজিৎ চ্যাটার্জী। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারিদের হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেওয়া হয়। এই ক্রীড়া অনুষ্ঠানে অভিভাবকদের ভিড় ছিল যথেষ্ট। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রথম ও দ্বিতীয় হয়েছে তারা আগামী দিনে ব্লক লেভেল অ্যাথলেটিক মিটে অংশগ্রহণ করবে বলে জানানো হয় এদিন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});