Headlines
Loading...
বর্ধমান আঞ্চলিক কেন্দ্রের অধীনে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষাধিক

বর্ধমান আঞ্চলিক কেন্দ্রের অধীনে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষাধিক



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ  আগামী ১২ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমান আঞ্চলিক দপ্তরের আঞ্চলিক অধিকর্তা রবীন্দ্রনাথ পাল জানিয়েছেন, এবছর পূর্ব বর্ধমান আঞ্চলিক এলাকায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৩৮০জন। এর মধ্যে রেগুলার ছাত্রের সংখ্যা ৮৪ হাজার ৫২১ জন এবং রেগুলার ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৫৩৭ জন। অর্থাৎ এবছর ছাত্রের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় ২০ হাজার বেশি। এছারাও এক্সটার্নাল পরীক্ষার্থীর সংখ্যা ২৩জন। এবছর সিসি পরীক্ষার্থী হিসাবে পরীক্ষায় বসছে ৩৬৭৭ জন ছাত্র এবং ১১ হাজার ৫৭৬ জন ছাত্রী। কম্পার্টমেণ্টাল ছাত্রের সংখ্যা ৬৩২ জন এবং ছাত্রীর সংখ্যা ১২৩২জন। পরীক্ষার্থীদের মধ্যে পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৬০৬ জন, পশ্চিম বর্ধমানে ৩৩ হাজার ১৫২জন, বাঁকুড়া জেলায় ৩৪ হাজার ৪৫৬জন, হুগলী জেলায় (আংশিক) ৪৩ হাজার ১৪১ জন এবং বীরভূম জেলায় ৪৩ হাজার ২৫জন। 

রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন, এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য মোট ৫৫৫টি সেণ্টার করা হয়েছে। সাব সেণ্টার করা হয়েছে ২৮২টি। এছাড়াও রয়েছে ৭টি কেন্দ্র থেকে উত্তরপত্র বণ্টন করার ব্যবস্থা। আগামী ২ ফেব্রুয়ারী থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের এ্যাডমিট দেওয়ার কাজ শুরু হবে বিভিন্ন সেণ্টার থেকে।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});