Headlines
Loading...
আবাসিক শিশুদের রাজ্যস্তরের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আবাসিক শিশুদের রাজ্যস্তরের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা



সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ অনাথ, অবহেলিত শিশুদের অন্যতম ঠিকানা সরকারি আবাস। রাজ্যের মোট পঞ্চাশটি কল্যান আবাস সমূহে ছয় থেকে আঠারো বছরের শিশুদের পড়াশোনা সহ দেখভাল করা হয়। এবার তাদের প্রতিভা বিকাশে সরকারি স্তরে নয়া উদ্যোগ গ্রহন করা হচ্ছে। আবাস সমূহের আবাসিক শিশুদের প্রতিভার বিকাশে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে আয়োজিত হতে চলেছে রাজ্যস্তরের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

২০১৪ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা এই বছর পঞ্চম বর্ষ। শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি জানান, আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সাই কমপ্লেক্সের মাঠে দুদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি এদিন বলেন, দুদিনে এই অনুষ্ঠানে ৩২টি ইভেন্ট রয়ছে যার মধ্যে ১৬টি ছেলেদের ও ১৬টি মেয়েদের। রাজ্যের কল্যান আবাস গুলিতে মোট ৯৫০০ ছাত্র ছাত্রীর দেখভাল করা হয়। এর মধ্যে প্রায় ৯০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। এর পাশাপাশি মন্ত্রী এদিন বলেন, রাজ্যে তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর তাঁর দপ্তর ক্রম উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি রাজ্যের গ্রন্থাগার গুলিকে আধুনিক করে তোলা হয়ছে। তবে আর্থিক দিক থেকে সমস্যা থাকায় অনেক কাজ এখনও বাকি রয়েছে। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য ও প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});