Headlines
Loading...
রাজ্য পর্যটন বিভাগের উদ্যগে বর্ধমানে শুরু হতে চলেছে বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০১৯

রাজ্য পর্যটন বিভাগের উদ্যগে বর্ধমানে শুরু হতে চলেছে বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০১৯



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ দেশ কিম্বা পশ্চিমবঙ্গের কোথাও বেড়াতে যেতে চান? ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? কোথায়, কি ভাবে, সাধ্যের মধ্যে সপরিবারে পৌঁছে যেতে পারবেন আপনার মনের মতো ডেসটিনেশনে তার হালহকিকত নিয়ে এবার আপনার জেলাতেই হাজির হচ্ছে রাজ্য পর্যটন বিভাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার এই সুযোগ হাতের মুঠোয় পেতে চলেছেন জেলার সাধরন মানুষ। 'নতুন চোখে বাংলা, নতুন চোখে দেশ' এই ভাবনায় আগামী ২১ থেকে ২৩ জানুরারি বর্ধমান পুলিশ লাইন ফায়ারিং রেঞ্জ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০১৯। 

তিনদিন ব্যাপি এই পর্যটন মেলার প্রতিদিন বিকেল ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত এখানে থাকছে স্পট বুকিং এর ওপর স্পেশাল ডিসকাউন্ট এর সুবিধা। এছারাও থাকছে পর্যটন সংক্রান্ত কুইজ কনটেস্ট ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ। জেলা প্রশাসন সুত্রে জানানো হয়েছে এই পর্যটন মেলায় আগত দর্শকদের মনোরঞ্জনের জন্য মেলার বিভিন্ন দিনে হাজির হবেন বাংলার প্রবীণ ও নবীন সঙ্গীত ও নৃত্য শিল্পীরা। বিভিন্ন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য, মধুঋতু চক্রবর্তী, শম্পা কুণ্ডু, স্বাক্ষর বসু, গুণধর সহিস, চন্দ্রিকা ভট্টাচার্য, শোভন গাঙ্গুলি, সোমনাথ মাহাত এবং ছৌ নৃত্য শিল্পী সুশান্ত মাহাত প্রমুখ। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এই মেলায় সাধরনের প্রবেশ অবাধ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});