Headlines
Loading...
আন্তর্জাতিক পুস্তক মেলা - হাজার টাকা'র বই কিনলে ১ লক্ষ টাকার বই সমেত আলমারী!

আন্তর্জাতিক পুস্তক মেলা - হাজার টাকা'র বই কিনলে ১ লক্ষ টাকার বই সমেত আলমারী!


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ প্রতিবছরই গ্লিডের পক্ষ থেকে পাঠকদের জন্য থাকে লটারি'র সুযোগ। তবে ৪৩ তম এই বইমেলায় এবার লটারি খেলায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন গ্লিড সেক্রেটারী ত্রিদিব চ্যাটার্জী। তিনি জানিয়েছেন, মূলত বইকে মানুষের ঘরে পৌছে দেওয়ার জন্যই এই ভাবনা গিল্ডের। মোট ১ হাজার টাকা'র বই কিনলে একটি কুপন দেওয়া হবে সেই কুপনের ভিত্তিতে লটারি হবে এবং লটারি'র পুরষ্কার বাবদ থাকছে মোট ১ লক্ষ টাকার বই সমেত আলমারী। যদিও বইগুলি সবই পাঠকের পছন্দ অনুযায়ী হবে। তাই এই বছর বই মেলা'র লটারী খেলার ট্যাগ লাইন "বই কিনুন, লাইব্রেরী গড়ুন"। মোট ৩ দিন অন্তর অন্তর লটারী খেলা হবে ও মোট ৪ জন বিজেতা'র হাতে তুলে দেওয়া হবে উপহার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});