Headlines
Loading...
দারিভিট কাণ্ডে মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক প্রশ্ন ছুঁড়ে দিলেন ভারতীয় মানব অধিকার সংরক্ষণ সঙ্ঘের চেয়ারপার্সন

দারিভিট কাণ্ডে মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক প্রশ্ন ছুঁড়ে দিলেন ভারতীয় মানব অধিকার সংরক্ষণ সঙ্ঘের চেয়ারপার্সন



ফোকাস বেঙ্গল ডেস্ক,ইসলামপুরঃ "অভিষেক ব্যানার্জীকে খুন করে ৬০লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলে মেনে নিতে পারবেন মমতা?" ইসলামপুর কাণ্ডে দারিভিটে নিহত ছাত্রদের পরিবারের সাথে দেখা করে শুক্রবার এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন ভারতীয় মানব অধিকার সংরক্ষণ সঙ্ঘের চেয়ারপার্সন সঙ্গীতা চক্রবর্তী। এদিন ভারতীয় মানব অধিকার সংরক্ষণ সঙ্ঘের ১৭ সদস্যের প্রতিনিধি দল দারিভিটে আসেন। দারিভিটে নিহত ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবারের সাথে দেখা করেন এই প্রতিনিধি দল। এছাড়াও দারিভিট কাণ্ডে জখম বিপ্লব সরকারের বাড়িতে যাবার পাশাপাশি দারিভিট স্কুল চত্তর ও শশ্মানে গিয়ে কবরস্থ দুই ছাত্রের প্রতিও সমবেদনা প্রদান করেন এই প্রতিনিধি দল। 

সঙ্ঘের চেয়ারপার্সন সঙ্গীতা চক্রবর্তী বলেন, "আমরা কাল থেকে লাগাতার আন্দোলনে নামব। আইসির বিরুদ্ধেও আমরা কাল এফআইআর করবো। যতক্ষন পর্যন্ত রাজেশ ও তাপসের পরিবার সুবিচার না পায় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে থানার সামনেই আমি এবং সংগঠনের অন্য সদস্যরা মাথা নেড়া করে এই ঘটনায় সরকারের পুলিশি ব্যাবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। এমনকি জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগের পাশাপাশি আমরা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনেও অভিযোগ জানাবো। যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার দিন পুলিশের ভুমিকা কি ছিল তা সঠিক ভাবে জানাচ্ছে এবং আই সির বিরুদ্ধে সরকার ব্যাবস্থা গ্রহন না করছে, আমরা দারিভিট ছেরে যাচ্ছি না।"
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});