Headlines
Loading...
নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরভুমে

নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরভুমে


পিয়ালী দাস,বীরভূমঃ
 গভীর জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল বীরভূমের ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া রাজনগর এলাকায় ৷ বৃহস্পতিবার সকালে রাজনগর থানার সাহাবাদ গ্রামের আজিমনগরের জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে জনৈক ব্যাক্তি হঠাৎই দেখতে পান মানুষের মাথার খুলি, হাড়গোড় প্রভৃতি পরে থাকতে ৷ আচমকা জঙ্গলের মধ্যে কঙ্কাল দেখে রীতিমত ভয় পেয়ে যায় ওই ব্যাক্তি। তিনিই এলাকায় খবর দিলে কিছুক্ষণের মধ্যেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে।খবর দেওয়া হয় স্থানীও রাজনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। এদিকে কি ভাবে জঙ্গলের মধ্যে মানুষের কঙ্কাল এলো, বা মৃত ব্যাক্তির পরিচয় কি, কেউ বা কারা এই কঙ্কাল জঙ্গলে ফেলে দিয়ে গেছে কিনা - ইত্যাদি নানা প্রশ্ন এরপর ঘুরছে এলাকাবাসীর মুখে মুখে।
পুলিশ সুত্রে জানতে পারা গেছে, কঙ্কালটির পাশ থেকে বেশ কিছু বাসন পত্র ও শাড়ি কাপড় পাওয়া গিয়েছে। আর তাই দেখে পুলিশের প্রাথমিক অনুমান, কঙ্কালটি কোনও মহিলার। রাজনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});