Headlines
Loading...
রাষ্ট্রপতির দ্বারস্থ পুরুলিয়ার জয়পুরে পুলিশের গুলিতে মৃত দুই বিজেপি কর্মীর পরিবার

রাষ্ট্রপতির দ্বারস্থ পুরুলিয়ার জয়পুরে পুলিশের গুলিতে মৃত দুই বিজেপি কর্মীর পরিবার


ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবি জানিয়ে এবার দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন পুরুলিয়ার জয়পুরে পুলিশের গুলিতে প্রান হারানো দুই বিজেপি কর্মী দামোদর মন্ডল ও নিরঞ্জন গোপের পরিবার। পাশাপাশি উত্তর দিনাজপুরের দাড়িভিটের হাইস্কুলে পুলিশ গুলিতে নিহত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিজনেরাও একি দাবি নিয়ে সোমবার দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে।

নিহত পরিজনদের সঙ্গে ছিলেন বিজেপি নেতৃত্ব। ছিলেন বিজেপি নেতা এসএস আহলুওয়ালিয়া ও মুকুল রায়।দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রায় আধ ঘণ্টা পর্যন্ত তাঁদের বক্তব্য ও শাসক দল তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ শোনেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় জানান, "পশ্চিমবঙ্গে এখন পুলিস রাজ চলছে। কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলতে গেলে হয় তাকে জেলে ভরা হচ্ছে নইলে গুলি করা হচ্ছে। সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তৃণমূল সরকার। রাষ্ট্রপতি কথা শুনেছেন। তিনি জানিয়েছেন,সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যা যা করার তিনি করবেন।"
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});