Headlines
Loading...
বর্ধমানে এসে গেল বিশ্বমানের মাহিন্দ্রা 'মারাজ্জো'

বর্ধমানে এসে গেল বিশ্বমানের মাহিন্দ্রা 'মারাজ্জো'


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাজারে এল মহিন্দ্রা কোম্পানীর অত্যাধুনিক সুবিধাযুক্ত ফ্যামিলী কার 'মারাজ্জো'। বুধবার মহিন্দ্রা কোম্পানীর বর্ধমানের অনুমোদিত ডিলার সালুজা অটো রিটেলস প্রাইভেট লিমিটেড এর মেটালে ডিভিসি এলাকার শোরুমে মারাজ্জো কার লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হল। কোম্পানির আধিকারিক সহ বর্ধমান শোরুমের কর্মী এবং গ্রাহকদের উপস্থিতিতে এই নতুন আন্তর্জাতিক মানের গাড়িটির শুভ উন্মোচন করলেন সালুজা অটো রিটেলস প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান কুলদিপ সিং সালুজা। উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মহিন্দার সিং সালুজা।

 
মহিন্দার সিং জানিয়েছেন, বর্তমান বাজারে গুনমানের বিচারে বহু দামি গাড়িকে টেক্কা দেবে মহিন্দ্রা কোম্পানীর এই নতুন 'মারাজ্জো'। বেশ কিছু বিশেষ সুবিধাযুক্ত এই গাড়িতে অনায়াসে ৭ জন সফর করতে পারবেন। গাড়িতে আরোহীরা নিজেদের ইচ্ছামত এয়ারকণ্ডিশন-এর সুবিধা ভোগ করতে পারবেন।পাশাপাশি এই গাড়িতে  আধুনিক প্রযুক্তি লাগানো স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে চালকের সুবিধার কথা ভেবে। প্রথমিকভাবে মনমাতানো চারটি রঙের গাড়ি গ্রাহকরা পাবেন। তবে পরবর্তীতে আরও নতুন রঙের গাড়ি বর্ধমানে আসবে। মহিন্দার জানিয়েছেন, মাত্র ১২ লাখের মধ্যেই বর্তমানে এর দ্বিগুণ দামের গাড়ির থেকে অনেক বেশি সুবিধাযুক্ত ফ্যামিলী কার এখন মানুষ ব্যাবহার করতে পারবেন। একইসঙ্গে জ্বালানি সাশ্রয়ের দিক থেকেও এই নতুন মারাজ্জো ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});