Headlines
Loading...
অত্যাচারিত বৃদ্ধাকে দেখে গেলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা

অত্যাচারিত বৃদ্ধাকে দেখে গেলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান ষ্টেশন এলাকায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করার ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অসুস্থ বৃদ্ধাকে দেখে গেলেন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি ডা. দীপান্বিতা হাজারী এবং শ্রভন্তী বন্দোপাধ্যায়। এদিন দুপুরে তাঁরা হাসপাতালে গাইনি বিভাগে ওই বৃদ্ধার সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের তাঁরা জানিয়েছেন, বর্তমানে ওই বৃদ্ধা অনেকটাই সুস্থ। যেকোনো দিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বৃদ্ধার চিকিৎসা যথাযথ হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, ওই বৃদ্ধা আর বাড়িতে ফিরতে চাননা। এদিন মহিলা কমিশনের প্রতিনিধিদের কাছে তিনি বিকল্প একটি আশ্রয় চেয়েছেন। প্রতিনিধিদলটি এরপরেই হাসপাতালের সুপার এবং ডেপুটি সুপারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেন। 

হাসপাতালের ডেপুটি সুপার ডা.অমিতাভ সাহা জানিয়েছেন, এব্যাপারে জেলাশাসককে সমস্ত বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বর্ধমান ষ্টেশনের পাশে ওই বৃদ্ধাকে চা খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও পুলিশ অভিযুক্তকে ধরতে পারেনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});