Headlines
Loading...
ষাঁড়ের গুঁতোয় মৃত্যু

ষাঁড়ের গুঁতোয় মৃত্যু

ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষঃ গোয়াল থেকে ষাঁড়কে বের করার সময় সেই ষাঁড়ের গুতোয় মারা গেলেন গৃহস্বামী। মৃতের নাম নিখিল পরামাণিক (৫৬)। বাড়ি খণ্ডঘোষের মাসিলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে প্রতিদিনের মতই তিনি তাঁর গোয়াল থেকে গরু বার করছিলেন। সেই সময় তাঁদেরই একটি ষাঁড়কেও বার করতে গেলে ষাঁড়টি আচমকাই তাঁর পেটে গুঁতিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});