
ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ পেনশন পরিষেবাকে আরও সহজ ও স্বচ্ছ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার চালু করল ই-পেনশন ওয়েবসাইট । গত সপ্তাহে বিকাশ ভবনে এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। সরকারি ও বে সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা এই ওয়েবসাইটের মাধ্যমেই অবসরের আগে থেকে পেনশনের আবেদন জানাতে পারবেন। এছাড়াও প্রায় ১৭ হাজার রেগুলার কলেজ কর্মচারী এই পোর্টালের মাধ্যমে উপকৃত হবেন।
জানতে পারা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আগেই জানা যাবে।ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক হাজার শিক্ষককুল। উল্লেখ্য,ওয়েবসাইটটি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার।