ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দলের সদস্য না হলে পঞ্চায়েত ভোটে টিকিটের জন্য তদ্বির করে লাভ নেই,টিকিট দেওয়া হবে না। সাফ জানালেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শনিবার বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস অফিসে জেলার সমস্ত বিধায়ক সহ পদাধিকারীদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সভা করেন স্বপনবাবু।
সভায় তিনি জানান, এপ্রিল মাসের শেষের দিকে রাজ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা রয়েছে। জেলার যে সমস্ত ব্লকে এখনও দলীয় কর্মীসভা অনুষ্ঠিত হয়নি ,সেখানে মাধ্যমিক পরীক্ষার শেষে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই সম্মেলন শেষ করতে হবে। তিনি বলেন,রাজ্য সরকারের উন্নয়নমূলক পরিকল্পনার সুফল বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। তবে পরীক্ষার্থীদের যেন কোনোরকম অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেন তিনি।
স্বপনবাবু এদিন উল্লেখ করেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেতে দলীয় নেতাদের তদ্বির তদারকি শুরু হয়ে গেছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাবার প্রথম শর্তই হল দলের সদস্যপদ।
যাঁদের সদস্যপদ নেই তাঁদের কোনোভাবেই টিকিট দেওয়া হবে না।