Headlines
Loading...
বর্ধমানে আয়োজিত হল বিজেপি টিচারস্ সেলের প্রথম সম্মেলন

বর্ধমানে আয়োজিত হল বিজেপি টিচারস্ সেলের প্রথম সম্মেলন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বিজেপি টিচারস্ সেলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান লায়ন্স ক্লাবের সভাঘরে।হাজির ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক দিপল বিশ্বাস, বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বোস, নেতাজীর নাতি চন্দ্র কুমার বোস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তনভির নাসরিন, কলকাতা হাইকোর্টের আইনজীবী শুভ্রদীপ রায় সহ বিধান গায়েন,অর্ধেন্দু বিশ্বাস প্রমুখ।সংগঠনের বর্ধমান জেলার (বিজেপির সাংগঠনিক জেলা) আহ্বায়ক রাধাকান্ত রায় জানিয়েছেন, জেলার প্রায় ২০০জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছে।
                                                                                                            ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});