Headlines
Loading...
নাগালের মধ্যে এসেও পালিয়ে গেল রয়েল বেঙ্গল,আহত তিন

নাগালের মধ্যে এসেও পালিয়ে গেল রয়েল বেঙ্গল,আহত তিন


ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ নাগালের মধ্যে এসেও জাল ছিড়ে পালিয়ে গেল রয়েল বেঙ্গল। যাবার আগে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দিল স্থানীয় শিকারি নন্দলাল সোরেন, পণ্ডা মুর্মু ও সুধন সোরেনকে। গুরুতর জখম তিনজনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ভর্তি করা হয়েছে।

বনদপ্তর সূত্রে জানা গেছে,শুক্রুবার সকালে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বাঘঘোড়া গ্রামে একটি গর্তে পড়ে যায় বাঘটি। কালভার্টের লাগোয়া সেই গর্তে পড়ে বাঘ আর বেরোতে পারছিল না। সেই সময় গ্রামবাসীরা বাঘের গর্জন শুনতে পেয়ে সেখানে জড়ো হয়। মানুষ দেখে বাঘটি কালভার্টের ভেতরে লুকিয়ে পরে।খবর দেওয়া হয় বনদপ্তরকে।

এদিকে বাঘ যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য জাল দিয়ে জায়গাটিকে ঘিরে ফেলে গ্রামবাসীরা।বনদপ্তরের শিকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাঘটি জাল ছিঁড়ে বাইরে বেড়িয়ে আসে। সেই সময়ই বাঘের সামনে পড়ে যায় নন্দলাল সোরেন, পণ্ডা মুর্মু ও সুধন সোরেন। 

যদিও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঘ বেশি দূরে যায়নি। ঘটনাস্থলের আশেপাশেই রয়েছে। কারণ মাঝে মধ্যেই তার গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। বাঘটিকে যাতে দ্রুত বাগে আনা যায় তার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে বনদপ্তর। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});