

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আসানসোল, রাণীগঞ্জের ঘটনায় বর্ধমান শহরে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে শান্তির স্বপক্ষে পদযাত্রা বের করা হল। বর্ধমান খ্রীষ্টান চার্চের উদ্যোগে এই পদযাত্রায় পা মেলালেন তৃণমূল নেতৃত্বরাও। এদিন বর্ধমান শহরের কার্জন গেট থেকে পুরসভা পর্যন্ত পদযাত্রায় সামিল হন স্কুলের ছাত্রাছাত্রীরাও। খ্রীষ্টান চার্চের সম্পাদক রাহুল মইলি জানিয়েছেন, এদিন গুড ফ্রাইডে উপলক্ষে ধর্ম নিরপেক্ষতার সাথে শান্তির জন্য এই পদযাত্রার আয়োজন করা হয়।
ছবি - সুরজ প্রসাদ