ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: ১৪ মার্চকে কৃষক দিবস হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনটিকে পালন করা হল বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে। জেলা পরিষদ ভবনের সামনে এ উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু,কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল ,নারায়ণ হাজরা সহ অন্যান্য কর্মাধ্যক্ষগণ। এদিন অনুষ্ঠানে কৃষক আন্দোলনে শহীদ কৃষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।
অন্যদিকে কাটোয়া ২নংব্লকের খাসপুর সমবায় সমিতিতে দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করা হয়। কাটোয়া ২নংব্লকের সহ কৃষি অধিকর্তার ব্যবস্থাপনায় ও গাজীপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় খাসপুর সমবায় সমিতিতে এ উপলক্ষে উপস্থিত ছিলেন জয়েণ্ট ডাইরেক্টটর অব এগ্রিকালচার বর্ধমান রেঞ্জ ইব্রাহিম আলী,
ডেপুটি ডিরেক্টর অব এগ্রিকালচার পূর্ব বর্ধমান জগন্নাথ চট্রোপাধ্যায়,সহ এ্যাসিসটেণ্ট ডিরেক্টর অব এগ্রিকালচার প্ল্যান্ট প্রোটেকশন ডঃ সুপ্রিয় ঘটক,সহ এ্যাসিসটেণ্ট অব এগ্রিকালচার কাটোয়া সাব ডিভিশন আশীষ কুমার বারুই, কাটোয়া ২নংব্লকের এ ডি এম কে সুমুনা মণ্ডল,গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়া মজুমদার,কাটোয়া ২নংপঞ্চায়েত সমিতির সভাপতি নরেশচন্দ্র মণ্ডল,কাটোয়া ২নংপঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে
১২০জন কৃষক উপস্থিত ছিলেন। এদের মধ্যে একজনকে কৃষক রত্ন পুরস্কার হিসাবে দশহাজার টাকার চেক প্রদান করা হয়।