ফোকাস বেঙ্গল ডেস্ক,কোলাঘাট : রাজ্যে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। আর তার জন্য আতংকিত প্রশাসন থেকে রাজ্যবাসী। রাজ্যের সাধারন মানুষকে সচেতন করতে শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও সাধারন মানুষকে সচেতন করার জন্য বিশেষ নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন। সেই নির্দেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম কোলাঘাট থানার উদ্যোগে জেলার ব্যস্ততম রেল স্টেশন মেচেদা, দেউলিয়া বাজার সহ কোলাঘাট থানার বিভিন্ন এলাকায় মাইক দিয়ে প্রচার শুরু করেছে। প্রচারে সাধারন মানুষকে জানানো হচ্ছে, কোন অপরিচিত মানুষের কাছ থেকে কিছু নেবেন না, তাদের সাথে ভাব জমানোর চেস্টা করবেন না। সন্দেহ হলেই স্থানীয় থানায় কিংবা ১০০ নম্বর ডায়াল করে জানান।
কোলাঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রচার থানা এলাকার বিভিন্ন জনবহুল এলাকায় তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে চালু করা হয়েছে। এই ভাবে মাইক প্রচারের পাশাপাশি লিফলেটের মাধ্যমেও সাধরন মানুষকে সচেতন করার প্রক্রিয়া চলবে।