Headlines
Loading...
হলদিয়া বন্দরের কর্মরত শ্রমিক জলে পড়ে নিখোঁজ, তল্লাশি শুরু পুলিশের।

হলদিয়া বন্দরের কর্মরত শ্রমিক জলে পড়ে নিখোঁজ, তল্লাশি শুরু পুলিশের।

ফোকাস বেঙ্গল ডেস্ক,হলদিয়া:গত ২০ ডিসেম্বর হলদিয়া বন্দরে কর্মরত এক অস্থায়ি শ্রমিক নদীর জলে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ডুবুরি নামিয়ে শনিবার তল্লাশি কাজ শুরু করেছে। নিখোঁজ যুবকের নাম সঞ্জিত হালদার। বাড়ি হলদিয়া থানার গান্ধীনগরে।
পরিবারের সূত্রে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর হলদিয়া বন্দরের ৫ নম্বর বার্থে রাতে টাটা কেমিক্যালের পাইপ লাইনের কাজ করছিল নদী পাড়ে। নদীর পাড়ে তার জুতো ও সোয়েটার পড়ে থাকলেও সঞ্জিতকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে হলদিয়া থানায় নিখোঁজের ব্যাপারে অভিযোগ করার পর হলদি নদীতে নিখোঁজ শ্রমিকের খোঁজ শুরু করেছে হলদিয়া থানার পুলিশ।
সম্প্রতি কয়েক মাস আগেও হলদিয়ার হলদিয়া ভবনের সামনে একটি বেসরকারি সংস্থার উন্নতমানের বন্দর গড়ে তোলার কাজ করার সময় নদীতে পড়ে নিখোঁজ  হয়ে গিয়েছিলো এক শ্রমিক। ঘটনার একদিন পর তার দেহ উদ্ধার হয় নদী থেকে। সেই ঘটনার পর আবার শ্রমিক নিখোঁজের ঘটনায় শ্রমিক মহল ও পরিবারের লোকজন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});