Headlines
Loading...
পৌষ মেলা প্রাঙ্গন পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী ছাত্ররা, তবু দূষণ হচ্ছেই।

পৌষ মেলা প্রাঙ্গন পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী ছাত্ররা, তবু দূষণ হচ্ছেই।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বোলপুর:পৌষমেলা প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন ও দূষণ রোহিত রাখতে একদিকে যখন  বিশ্বভারতীর এনএসএস বিভাগের ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করছে মেলা প্রাঙ্গণে,তখন প্রকাশ্যে উনুন জ্বালিয়ে বাদাম ভাজা, চা বানানো হচ্ছে খোদ মেলা কমিটি বা পুলিশ প্রশাসনের সামনেই। এই নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে মেলায় আগত দর্শনার্থী থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মেলা প্রঙ্গনকে পরিচ্ছন্ন রাখতে হাতে নানাবিধ পোষ্টার ব্যানার নিয়ে তারা দর্শনার্থী ও দোকানদারদের অনুরোধ করছে। প্লাস্টিক ব্যবহার করতেও বারন করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এনএসএস এর ছাত্রছাত্রীদের এই উদ্যোগ মেলাতে এক অন্য আকর্ষন হয়ে দাঁড়িয়েছে। তারা শুধু মুখে মুখে পরিস্কার পরিচ্ছন্নতার কথাই বলছে না, নিজ হাতে মেলার অবর্জনা পরিস্কারও করছে। 
এদিকে মেলাতে দূষন রোধের কথা বললেও । ছোট উনুনে কয়লার আগুনের ধোঁয়া মেলাতে দূষন ছড়াচ্ছে। এব্যাপারে মেলা কমিটি বা পুলিশ নীরব দর্শকের ভূমিকায়।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});