Headlines
Loading...
তমলুকে ডেঙ্গু আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু।

তমলুকে ডেঙ্গু আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু।

ফোকাস বেঙ্গল ডেস্ক,তমলুক: আবারো ডেঙ্গু জ্বরে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শালগাছিয়াতে। মৃতের নাম দেবকান্ত মিত্র(৩৭)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার থেকে অসুস্থ হয় দেবকান্ত। সোমবার তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসার পর তাকে গত শুক্রবার সকালে ছেড়ে দেওয়া হয়। বাড়ি চলে এলেও বিকেল থেকে আবার অসুস্থ হয়ে পড়ে। পুনরায় শুক্রবার আবার চিকিৎসার জন্য নাসিংহোমে নিয়ে যায় পরিবারের লোকেরা। চিকিৎসক তাকে কলকাতা পিজি হাসপাতালে রেফার করে দেন। শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। আজ সকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
বাড়ির লোকের অভিযোগ, চিকিৎসারর গাফিলতির কারনে দেবকান্তর মৃত্যু হয়েছে। পরিবারের লোকের আরো অভিযোগ, এলাকায় নতুন ড্রেন তৈরি করা হয়েছে। সেই ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন  না করার ফলে মশার আশ্রয়স্থল হয়ে উঠেছে। আর যার কারনে এলাকার অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছে। তমলুক পুরসভা মশা নিধনের জন্য সেইভাবে কোন উদ্দ্যোগ নেয়নি। ফলে এলাকায় জ্বরের প্রকোপ  বেড়েই চলেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});