Headlines
Loading...
ঘাটাল হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাঙচুর, পুলিশের বিরুদ্ধে অভিযোগ।

ঘাটাল হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাঙচুর, পুলিশের বিরুদ্ধে অভিযোগ।

ফোকাস বেঙ্গল ডেস্ক, পশ্চিম মেদিনীপুরঃ  গতকাল রাত প্রায় দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় ঘাটাল হাসপাতাল চত্বরে দাড়িয়ে থাকা কয়েকটি অ্যাম্বুলেন্স ও মাতৃযান এ ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। গাড়ীর চালকরা অভিযোগ করেন যে রাত প্রায় দেড়টা নাগাদ ঘাটাল থানার পুলিশ এসে হঠাত্ই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা মাতৃযান ও অ্যাম্বুলেন্সে ভাঙচুর করে। কি কারনে ভাঙচুর করলো তা জানতে চাইলেও পুলিশের তরফে কিছু বলা হয় নি। যার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন চালকরা। আজ সকাল থেকে হাসপাতাল চত্বরে অবরোধ করেন চালক ও খালিসিরা । যতক্ষন পর্যন্ত না সুবিচার হচ্ছে ততক্ষণ অ্যাম্বুলেন্স চালাবেন না তারা এমনটাও জানানো হয়। চালকেরা আরো বলেন, হাসপাতাল চত্বরে যদি গাড়ী  রাখা  না যায়  সেটা আলোচনার মাধ্যমে মেটানো যেতো।
অন্যদিকে সূত্রের খবর, প্রতিনিহত ঘাটাল হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা এই অ্যাম্বুলেন্সগুলির ভেতর রাতের দিকে অসামাজিক কাজকর্ম হয়। বহুবার তা নিয়ে অভিযোগও এসেছিল পুলিশের কাছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});