Headlines
Loading...
কন্যাশ্রী দিবসে প্রীতি ফুটবল

কন্যাশ্রী দিবসে প্রীতি ফুটবল


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসীঃ সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের গলসীর মিঠাপুর শ্রীদুর্গা হাইস্কুল পালন করলো কণ্যাশ্রী দিবস ৷ এই উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামল মৌ মুর্মু, আশা সেন, টুমপা খাতুনের মতো অনেকেই ৷ স্কুলের সিনিয়র ও জুনিয়র ছাত্রীদের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন জুনিয়র বিভাগের ছাত্রী রুমা দাস ৷ খেলা ছাড়াও নাচ, গান, কবিতা ও সাংস্ক্তিক অনুষ্টানে মেতে ওঠে কচি কাঁচারা ৷ সঙ্গে থাকলেন বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় মজুমদার, বাপ্পাদিত্য পাল, জীতেন্দ্রনাথ দাস, ফাল্গুনী মুখার্জীরা ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});