Headlines
Loading...
গলসিতে ভোর রাতে বোমাবাজি, বিজেপি এজেন্টকে মারধর, কেন্দ্রীয়বাহিনীর দাবি গ্রামবাসীদের

গলসিতে ভোর রাতে বোমাবাজি, বিজেপি এজেন্টকে মারধর, কেন্দ্রীয়বাহিনীর দাবি গ্রামবাসীদের


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই গলসীতে অশান্তির বাতাবরণ। মনোহর সুজাপুর গ্রামে ২১৩ ও ২১৪ নং বুথে বিজেপির এজেন্ট বসতে বাঁধা। এজেন্টদের মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। চঞ্চল দাস বৈরাগ্য  নামে এক বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাকে পুরশা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, রাতে এই এলাকায় বোমাবাজি হয়। আর এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কেন্দ্রীয় বাহিনী গ্রামে টহল না দিলে ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, যাতে সুষ্ঠু ভাবে তারা ভোট দিতে পারেন তার জন্য কেন্দ্রীয় বাহিনী কে তাদের নিরাপত্তা দিতে হবে। বিজেপির দাবী, তাদের এজেন্ট আটকাতেই ভোর থেকে বোমাবাজি করছে শাসকদল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});