Headlines
Loading...
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সাফাই অভিযানে হাসপাতালের কর্মীরা

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সাফাই অভিযানে হাসপাতালের কর্মীরা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সোমবার বর্ধমান মেডিকেল কলেজ সাফাই অভিযানে নামলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিক, চিকিৎসক, নার্স ও অন্যান্যকর্মীরা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি অংশে এদিন তাঁরা এই সাফাই অভিযান চালান। পর্যায়ক্রমে গোটা হাসপাতাল, মেডিকেল কলেজ এবং অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালেও এই অভিযান লাগাতার চালানো হবে। 

তিনি জাবিয়েছেন, মূলত, ডেঙ্গু, ম্যালেরিয়া রোধ এবং নাগরিকদের মধ্যে পরিছন্নতার সচেতনতা বৃদ্ধির জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই সাফাই অভিযানে অন্যান্যদের মধ্যে অংশ নেন হাসপাতালের সুপার ডা. প্রবীর সেনগুপ্ত, প্রোগ্রেসিভ ডক্টরস্ এ্যাসোসিয়েশনের চিকিৎসক দেবাশীষ বিশ্বাস প্রমুখরাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});