Headlines
Loading...
ডাইনি প্রথা ও কুসংস্কার থেকে গ্রামবাসীদের সচেতন করতে অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশের

ডাইনি প্রথা ও কুসংস্কার থেকে গ্রামবাসীদের সচেতন করতে অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশের


সন্তু দত্ত,রায়নাঃ পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের নেওড়র গ্রামে আদিবাসী পাড়ায় গত বছরের ২৩ এপ্রিল দু'জন কে ডাইনি সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছিলো এলাকার লোকেরা। সেই ঘটনায় মাধবডিহি থানার পুলিশ ৪৯ জন কে গ্রেফতারও করেছিল। তারপর থেকেই গ্রামের মানুষজনের মধ্যে ভুল ধারনা কাটতে শুরু করে। আর এবার মানুষকে আরও বেশি বিজ্ঞানমনস্ক করে কুসংস্কার থেকে সচেতন করতে রবিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মাধবডিহি থানা, জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় অভিনব প্রচার অভিযান চালানো হল। ডাইনি বলে যে কিছু নেই সেই বার্তা নিয়েই প্রচার ও পথ নাটক মঞ্চস্থ করা হয় এদিন।


উপস্থিত ছিলেন এস ডি পি ও সদর ও সাউথ সৌভণিক মুখোপাধ্যায়, সি আই সি সঞ্জয় কুণ্ডু, মাধবডিহি থানার ওসি দেবাশিস নাগ, বিডিও দীপ্যমান মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা ও সহ সভাপতি আনসার আলি খান সহ এলাকার প্রধান ও জনপ্রতিনিধি গন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});