Headlines
Loading...
বর্ধমানে নতুন পন্থায় গ্রাহকের একাউণ্ট থেকে টাকা উধাও, চাঞ্চল্য

বর্ধমানে নতুন পন্থায় গ্রাহকের একাউণ্ট থেকে টাকা উধাও, চাঞ্চল্য

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ এবার আর ওটিপি জেনে নয়। সরাসরি কোনো রকম তথ্য ছাড়াই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে। কিভাবে অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেলো কিছুতেই বুঝে উঠতে পারছেন না বর্ধমানের বড়নীলপুর এলাকার বাসিন্দা গৃহবধূ নিলিমা পাল।

নিলিমাদেবী জানিয়েছেন, প্রায় মাসখানেক আগে বর্ধমান শহরের পারবীরহাটা স্টেট ব্যাঙ্ক থেকে পুরানো তাঁর এটিএম কার্ডটি বদলে নতুন ইলেকট্রনিক্স চিপস সিস্টেমের কার্ড নেন তিনি। কিন্তু সেই কার্ড ব্যবহার করতে না পারায় তিনি আবার ব্যাঙ্কে যান। ব্যাঙ্ক ম্যানেজার অন্য একজন ব্যাঙ্ক কর্মীকে দিয়ে সেটি চালু করিয়ে দেন। এরপর তিনি কার্ডটি চালু হয়েছে কিনা তা দেখতে গত ৩০ জানুয়ারী এটিএম থেকে ৫০০ টাকা তোলেন। এরপরই হঠাত তিনি জানতে পারেন পরেরদিন ৩১ জানুয়ারী বিহারের রামগড় ভারিচ নগরের একটি এটিএমের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১৭ হাজার টাকা উঠে যায়। এই ঘটনায় তিনি এসবিআই শাখায় এবং বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});