Headlines
Loading...
কাঞ্চন উৎসবের মঞ্চ দাপিয়ে বর্ধমানবাসীর মন ছুঁয়ে গেলেন মাধুরী দীক্ষিত

কাঞ্চন উৎসবের মঞ্চ দাপিয়ে বর্ধমানবাসীর মন ছুঁয়ে গেলেন মাধুরী দীক্ষিত


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ এলেন, গাইলেন, নাচলেন আর হাজার হাজার মানুষের মন ছুঁয়ে গেলেন হিন্দি চলচ্চিত্রের গ্ল্যামার নায়িকা মাধুরী দীক্ষিত। শনিবার বর্ধমানের কাঞ্চননগরে ১১তম কাঞ্চন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন এই গ্ল্যামার কুইন অভিনেত্রী। এদিন এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপবাবু এদিন কাঞ্চননগর রথতলায় একটি গেটেরও উদ্বোধন করেন। হাজির ছিলেন রাজ্যের অপর তিন মন্ত্রী তপন দাশগুপ্ত, স্বপন দেবনাথ, অসিমা পাত্র সহ জেলার বহু রাজনৈতিক ব্যক্তিত্বও।



এদিন অরূপ বিশ্বাস বর্ধমানের কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই কাঞ্চন উৎসব এবং কাঞ্চন উৎসবের উদ্যোক্তা খোকন দাসের ভূয়সী প্রশংসা করেন। শনিবার কাঞ্চন উৎসবের মূল আকর্ষণ মাধুরী দীক্ষিত ভাঙা বাংলায় বেশ কয়েকটি কথাও বলেন। দর্শকে ঠাসা মানুষের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, কেমন আছেন? ভাল? খুব ভালো। তিনি বলেন, বাংলার সঙ্গে তাঁর একটি যোগসূত্র রয়েছে। শরৎচন্দ্রের দেবদাস গল্পের অনুকরণে হিন্দি চলচ্চিত্রে পারো কে এদিন কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হলেন যেমন দর্শকরা তেমনি মাধুরী দীক্ষিত জানিয়ে গেলে্ন, তাঁর অভিনয়ের প্রথম হিরো এই বাংলার শিল্পী তাপস পাল। এদিন মাধুরী দীক্ষিত তার অভিনীত বিখ্যাত ছবি তেজাব এর এক-দো-তিন গানের তালে নেচে মাতিয়ে দিলেন উৎসব মঞ্চ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});